শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ - ১৪:৪৯
ইরান-সৌদি সুসম্পর্ক শত্রুদের হতাশ ও বন্ধুদের আনন্দিত করবে: জেনারেল বাকেরি

ইসলামী প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধিতে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বৃহস্পতিবার তেহরানে আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি প্রিন্স খালিদের সাথে বৈঠকে বলেন, “দুই দেশ ও তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে সুসম্পর্ক শত্রুদের হতাশ ও বন্ধুদের আনন্দিত করবে।” 

তিনি ইন্ডিয়ান ওশেন নেভাল সিম্পোজিয়াম (IONS) এর 'IMEX ২০২৪' নৌ-অনুশীলনে সৌদি আরবের পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। এই যৌথ সামরিক অনুশীলন ইরান, রাশিয়া ও ওমানের নেতৃত্বে ভারত মহাসাগরে অনুষ্ঠিত হয়, যেখানে সৌদি আরব ছাড়াও ভারত, থাইল্যান্ড, পাকিস্তান, কাতার ও বাংলাদেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 

জেনারেল বাকেরি উল্লেখ করেন, “২০২৩ সালের মার্চে বেইজিং চুক্তির মাধ্যমে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পর থেকে ইরান ও সৌদি আরবের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক ক্রমশ বিকশিত হচ্ছে।”

প্রাসঙ্গিক তথ্য
২০২৩ সালে চীনের মধ্যস্থতায় ইরান-সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে, যা রিজিওনাল উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশ অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেছে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সামরিক সহযোগিতা মধ্যপ্রাচ্যে ইসরাইল-ফিলিস্তিন সংকটসহ অন্যান্য জটিল বিষয়ে সমন্বিত নীতির ইঙ্গিত দেয়। 

সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha